যশোর প্রতিনিধি

  ২৩ অক্টোবর, ২০১৭

যশোরের ইউপি চেয়ারম্যান আফজাল কারাগারে

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের সাবেক চেয়াম্যান মোশারফ হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি বর্তমান (সাময়িক বরখাস্ত) চেয়ারম্যান আফজাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক বুলবুল ইসলাম শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে সিআইডি পুলিশ তদন্তের দায়িত্ব পায়। মামলার তদন্ত শেষে ১৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক (ওসি) আমিনুল ইসলাম। অভিযুক্ত আসামিরা হলেন- যশোর সদরের বাহাদুরপুর গ্রামের রকিবুল ইসলাম রকি, ইমলাক হোসেন, সাজ্জাদুল হোসেন, তালবাড়িয়া গ্রামের হজরত আলী আঁখি, বড় রাজাপুর গ্রামের ইছালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এসএম আফজাল হোসেন, রফিক ওরফে রফিউদ্দিন সরদার, আলতাফ হোসেন, এসএমএ জব্বার, ইছালী গ্রামের আজিজুর রহমান ডেভিট, আমিনুর, জালাল, তেজরোল গ্রামের নবকুমার ঘোষ ওরফে লব ঘোষ, এনায়েতপুর গ্রামের খাইরুল হোসেন, রামকৃষ্ণপুর গ্রামের আশরাফুল ইসলাম ফিঙ্গে, জগমহোনপুর গ্রামের সাবেক মেম্বর আব্দুল মজিদ, শহরের বারান্দী মোল্যাপাড়ার আরিফুর রহমান, উপশহরের ই-ব্লকের ফয়সাল ওরফে কোকিল, বাঘারপাড়ার কৃষ্ণনগর গ্রামের আসকার আলী জোয়ার্দার ও সাদ্দাম হোসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist