রাঙামাটি প্রতিনিধি

  ১৩ আগস্ট, ২০১৭

পাহাড়ধসের কারণ অনুসন্ধানে গঠিত কমিটির সভা

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৫তম বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে মন্ত্রণালয় হতে তিন পার্বত্য জেলায় সংঘটিত পাহাড় ধসে প্রকৃতি ও মানুষ কতটুকু দায়ী তা অনুসন্ধানের জন্য গঠিত কমিটির এক সভা গতকাল শনিবার রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় পার্বত্য জেলায় ভূমিধস ও বন্যার ক্ষতি পুষিয়ে নিতে সভায় উত্থাপিত পয়েন্টগুলো পার্বত্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভায় উপস্থাপন করা হবে বলে জানা যায়। গত ১৩ জুন তিন পার্বত্য জেলায় পাহাড়ধসের কারণ হিসেবে সভায় বক্তারা, অতিরিক্ত বৃষ্টিপাত, ঘন ঘন বজ্রপাত, অপরিকল্পিতভাবে পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ, বন উজাড়, ভারী যানবাহন, অপটিক্যাল ফাইবার লাইন স্থাপন, রাস্তার পাশে জুম চাষসহ বিভিন্ন কারণ উপস্থাপন করেন।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সমন্বয়) ও কমিটির আহ্বায়ক মানিক লাল বণিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-উপসচিব (সমন্বয়-২) এ এস এম শাহেন রেজা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলম, খাগড়াছড়ি জেলার এডিসি ড. মো. গোফরান ফারুকী, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, ডিআরআরও এসএম শান্তুনু চৌধুরী, জেলা পরিষদের সদস্য মো. আবদুুল জব্বার, সওজের উ.বি.প্র. মো. আবদুুস সহিদ এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, ডিআরআরও বিশ্বনাথ মজুমদার, জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, জেলা প্রশাসকের সহ-কমিশনার মো. ফারুক সুফিয়ান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist