তানোর (রাজশাহী) প্রতিনিধি

  ১২ আগস্ট, ২০১৭

আলুর দরপতনে কৃষকের মাথায় হাত

রাজশাহীর তানোরে চলতি মৌসুমে হঠাৎ করে আলুর বাজার মূল্য কমে যাওয়ায় আলুচাষে বিনিয়োগের অর্থ উত্তোলন করা নিয়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। প্রতি বিঘায় কৃষকের প্রায় সাড়ে ১৭ হাজার টাকা করে লোকসান হচ্ছে। জানা গেছে, তানোরে চলতি মৌসুমে প্রায় সাড়ে ১৪ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। প্রতি বিঘা আলু চাষে জমি থেকে হিমাগার পর্যন্ত আসতে সর্বমোট ব্যয় হয় প্রায় ৪০ হাজার টাকা ও উৎপাদন হয় গড়ে ৪৫ বস্তা। হিমাগারে প্রতি বস্তা আলুর ভাড়া ৩৫০ টাকা, বস্তার দাম ১০০ টাকা ও শ্রমিকের মজুরি ৫০ টাকা হিসেবে প্রতি বিঘা আলু সংরক্ষণ করতে মোট ২২ হাজার ৫০০ টাকা খরচ হচ্ছে। আর ৪৫ বস্তা আলু এক হাজার ৫০ টাকা করে বিক্রি করে দাম পাচ্ছেন প্রায় ৪৮ হাজার টাকা সেই হিসেবে প্রতি বিঘা আলুতে হিমাগার খরচের প্রায় সাড়ে ১৭ হাজার টাকা করে কৃষকের লোকসান হচ্ছে।

তানোরের পাঁচন্দর ইউপির পাঁচন্দর গ্রামের প্রসিদ্ধ আলু চাষি লুৎফর রহমান বলেন, এ বছর তিনি ৫০ বিঘা জমিতে আলু চাষ করেছেন এবং এসব আলু হিমাগারে সংরক্ষণ করা আছে। কিন্তু হঠাৎ করে আলুর বাজার পড়ে যাওয়ায় প্রতি বিঘায় তার প্রায় সাড়ে ১৭ হাজার টাকা করে লোকসান হচ্ছে। এ ব্যাপারে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আবহাওয়া অনুকুলে থাকায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। কাজেই কৃষকের লোকসান হবার কথা নয়, তবে কোনো কারণে আলুর বাজার পড়ে গেলে সেক্ষেত্রে কৃষকের লোকসান হতে পারে। বিষয়টি হিমাগার কর্তৃপক্ষের দেখা উচিৎ বলে মনে করেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist