ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১৪ জুলাই, ২০২০

নজরুল বিশ্ববিদ্যালয়

দুর্নীতি-অনিয়ম বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিম্নমানের কাজ, কাজ বাস্তবায়নে সময়ক্ষেপণ করে অর্থ অপচয়, আবাসিক হল নির্ধারিত সময়ে বুঝিয়ে না দিয়ে শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের আশপাশে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করে প্রশাসনিক তদারকি নিশ্চিত না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার দাবি জানান। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ইংরেজি বিভাগের ফারজানা ডলি, সমাজবিজ্ঞান বিভাগের আবদুল করিম, অর্থনীতি বিভাগের বায়েজিদ সরকার, থিয়েটার পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহীন হোসাইন সাজ্জাদ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আশরাফুজ্জামান পারভেজ, আইন ও বিচার বিভাগের নাইমুর রহমান দুর্জয় প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close