প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ ডিসেম্বর, ২০১৯

ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯

শেখ হাসিনার উদ্যোগে প্রযুক্তির সেবা পাচ্ছেন জনগণ

‘সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশে একযোগে ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা সভা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা-উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

খুলনা : খুলনা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, স্বাস্থ্য অধিদফতর খুলনার উপপরিচালক ডা. সৈয়দ জাহাঙ্গীর প্রমুখ।

গাইবান্ধা : গাইবান্ধায় র‌্যালি শেষে সভায় বক্তব্য দেন সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক আব্দুল মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবীর, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা শিক্ষা অফিসার এনায়েতুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার হোসেন আলী, আবেদুর রহমান স্বপন প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহ শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রবিউল ইসলাম, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন প্রমুখ।

নাটোর : নাটোরে শোভাযাত্রা ও সেমিনারে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহরিয়াজ, স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম প্রমুখ।

নোয়াখালী : নোয়াখালীতে র‌্যালি ও সেমিনারে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা, জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের প্রোগ্রামার এএসএম হোসনে মোবারক প্রমুখ।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অফির্সাস ক্লাবে এক আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহম্মাদ।

কক্সবাজার : কক্সবাজারে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ প্রমুখ। এ সময় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসান, দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, আইসিটি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আশেক রায়হান মাহমুদ, আইসিটি সেলের ডাটাবেজ প্রোগ্রামার হাফিজুর রহমান প্রমুখ।

ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন ইউএনও মাসুদ কামাল, ভালুকা পৌর মেয়র ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান, ধীতুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম প্রমুখ।

ভা-ারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভা-ারিয়ার র‌্যালি শেষে ইউএনও নাজমুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মসিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, প্রকৌশলী বিপ্লব চন্দ্র দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলম প্রমুখ।

সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার টিপু সুলতান স্বপন, সমাজসেবা অফিসার আব্দুল আলীম মো. রমজান আলী প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে র‌্যালি ও সেমিনারে উপস্থিত ছিলেন ইউএনও ছানাউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ওসি মোসলেম উদ্দিন, আ.লীগ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ।

আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আইসিটি কর্মকর্তা সহিদুল ইসলাম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক সুজন কলি, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ওসি ইজার উদ্দীন প্রমুখ।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউএনও মাছুমা আরেফিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারি প্রোগ্রামার আজমল আবসার, উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশিদ, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আজিজ মজনু, ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল, প্রধান শিক্ষক আবেদ আলী প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শিবলী সাদিক। এ সময় উপজেলার বিভিন্ন দফতরের প্রধানসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধি সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কয়রা (খুলনা) : খুলনার কয়রায় আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও শিমুল কুমার সাহা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) নুর-ই আলম ছিদ্দিকী, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্যাক্টর নাজমুল হুদা, প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম প্রমুখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইউএনও মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, কৃষি কর্মকতা মাসুদ হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, প্রভাষক আব্দুল গণি প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর মির্জাগঞ্জে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরাফাত হোসেন, যুব উন্নয়ন অফিসার সুনীল কুমার রায়, সমাজসেবা অফিসার আবদুস সালাম, কৃষি সম্প্রসারন অফিসার নজরুল ইসলাম প্রমুখ।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সেমিনারে উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ মাসুম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোকাররম হোসেন, একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, সহকারি শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান প্রমুখ।

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও নাকিব হাসান তরফদার, সহকারি প্রোগ্রামার আসলাম ফেরদৌস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহসিন রেজা, নির্বাচন কর্মকর্তা সুধাংশু কুমার সরকার প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close