পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

  ১১ আগস্ট, ২০১৯

পাথরঘাটা পৌরসভার হল রোড বেহাল

বরগুনার পাথরঘাটা পৌরসভা এলাকার হল রোডটি বেহাল হয়ে পড়েছে। সড়কটির পিচ ঢালাই, ইট-সুড়কি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনেও এ সড়কটি সংস্কার না করায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়ে সৃষ্টি হয়েছে চরম জনভোগান্তি। সড়কটির এ খানাখন্দে পড়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন যানবাহন। সড়কটির এমন জরাজীর্ণ অবস্থায় হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। এ পথে নিয়মিত চলাচল করে পাথরঘাটার স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ।

সরেজমিনে দেখা যায়, সড়কটির প্রায় এক কিলোমিটার এলাকা যেন মরণফাঁদে পরিণত হয়েছে। বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে মৃত্যুকূপে পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, একটু বৃষ্টি হলেই সড়কে হাঁটু সমান পানি জমে যায়। দীর্ঘদিন ধরে এ অবস্থা বিরাজ করলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় জনসাধারণ। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তারা।

পাথরঘাটা সরকারি হাজী জালাল উদ্দিন মহিলা কলেজের শিক্ষার্থী মাইসা আফরিন শিফা জানান, সড়কটি বেহাল হওয়ায় কলেজে আসা-যাওয়া করতে অসুবিধা হয়। সামান্য বৃষ্টি হলেই সড়কের গর্তে পানি জমে পুকুরে পরিণত হয়। এতে যানবাহন চলাচল অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এমনকি হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়ে।

এ বিষয়ে পাথরঘাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন আকন বলেন, এরই মধ্য সড়কটির টেন্ডার হয়েছে। টেন্ডার অনুমোদন হলেই শিগগিরই সড়কটি সংস্কার করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close