গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

  ১৫ জুন, ২০১৯

গোমস্তাপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বেসরকারী ক্লিনিকে ভুল চিকিৎসায় (অপারেশন) রিমা খাতুন নামে গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত রিমা উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামের এমদাদুল হকের স্ত্রী। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার আক্কেলপুর বাজারে জননী ক্লিনিকে এ ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল থেকে ওই গৃহবধূর প্রসব বেদনা উঠলে রোগীর অভিভাবকরা বিকেলে তাকে জননী ক্লিনিকে ভর্তি করান। পরে রাত সাড়ে ৮ টার দিকে জরুরী ভিত্তিতে রিমার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপাচারের পর পরই রোগীর অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান রিমা। তবে নবজাতক শিশুটি সুস্থ রয়েছে। এদিকে রাজশাহী থেকে রিমার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রিমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close