সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৪ এপ্রিল, ২০১৯

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব

‘চাই শুদ্ধ বাংলা সংস্কৃতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন, ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সচিব কবির বীন আনোয়ার অপু। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। উন্নয়নশীল এই বাংলায় বাঙ্গালীর হারানো ঐতিহ্য প্রতিষ্ঠা করা সকলের পবিত্র দায়িত্ব।

ইসাবেলা ফাউন্ডেশন ও আমাদের সিরাজগঞ্জ ফেজবুক টিম’র আয়োজনে অনুষ্ঠানে ছাইফুল ইসলামের সভাপতিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close