পটুয়াখালী প্রতিনিধি

  ১১ এপ্রিল, ২০১৯

ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি

পটুয়াখালীর গলাচিপায় একটি বিদ্যুতের খুঁটি ভেঙে হেলে পড়েছে। এতে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্টীলের তৈরি বিদ্যুতের এ খুঁটির মাটির নিচের অংশ মরিচা ধরে ভেঙে হেলে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে প্রায় দীর্ঘ ৭/৮ বছর ধরে। উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের বিলের মাঝে সরু রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিটি ভাঙ্গা অবস্থায় হেলে পড়ে রয়েছে। এ খুঁটিটির উত্তর পাশেই অবস্থিত ফুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী, কৃষিক্ষেতে কর্মরত চাষীসহ সাধারণ জনগণকে। এ ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য হাজী মো. রাকিব মোল্লা বলেন, আসলেই খুঁটিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। অতিদ্রুত নতুন খুঁটি স্থাপন না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা উপজেলা জোনাল অফিসের র ডিজিএম মো. আনোয়ারুল ইসলাম জানান, আমি এ এলাকায় নতুন এসেছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close