হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ২২ মার্চ, ২০১৯

হিলিতে দোলযাত্রা

সীমান্তে বিজিবি ও বিএসএফ মিষ্টি বিতরণ

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দোলযাত্রা (হোলি) উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ সদস্যরা একে অপরকে মিষ্টি উপহার দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১১নং সাব পিলারের নিকট চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিএসএফ’র সি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সংগ্রাম ও এনামুল হক, হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার চাঁন মিয়ার হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন এবং কুশল বিনিময় করেন। এসময় দুই বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি সিপি ক্যাম্প কমান্ডার চাঁন মিয়া জানান, সীমান্তের সোহার্দ-সম্প্রতি বজায় রেখে নিজ নিজ অবস্থানে থেকে দুই বাহিনী যেন মিলে মিশে দায়িত্ব পালন করতে পারি, এজন্য প্রতিবছর ভারত ও বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসব গুলোয় মিষ্টিসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close