চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের বিক্ষোভ : দরপত্র বিক্রি স্থগিত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার তহাবাজারের ইজারার জন্য দরপত্র বিক্রিতে গড়িমসির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। গতকাল রোববার দুপুরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জানান ব্যবসায়ীরা। এদিকে ব্যবসায়ীদের বিক্ষোভের কয়েক ঘণ্টার মধ্যেই পৌর কর্তৃপক্ষ দরপত্র বিক্রি স্থগিতের ঘোষণা দেন।

জেলা আড়ৎদার সমিতির সভাপতি মুনসুর আলী জানান, পৌরসভার তহাবাজার আগামী বাংলা সনের জন্য ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ হলে তারা রোববার সকাল থেকে পৌরসভায় গিয়ে দরপত্র সংগ্রহের জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় পৌর কর্তৃপক্ষ তাদের দরপত্র দেয়ার বিষয়ে কালক্ষেপণ করে। দরপত্র বিক্রিতে পৌর কর্তৃপক্ষের কালক্ষেপণে ব্যবসায়ীরা একত্রিত হয়ে পৌরসভার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিছিল সহকারে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জানান। এ বিষয়ে পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তহাবাজার ইজারার সব কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তবে কি কারণে তাৎক্ষণিক দরপত্র বিক্রি স্থগিত বা ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি। এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন জানান, ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তাৎক্ষণিক মেয়রের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি, কোন ব্যতয় আছে কি-না সেটা খতিয়ে দেখা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close