লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

লোহাগাড়া

বেহাল ‘পাগলীর ছড়া’ ব্রিজ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বের কালিহাট এলাকায় পাগলীর ছড়া ব্রিজ হুমকির মুখ পড়েছে। ব্রিজটি সংস্কারের জন্য কোন উদ্যোগে নেওয়া হয়নি বললেই চলে। যেকোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা। আধুনগর খাঁন হাট থেকে রশিদার ঘোনা, বড়হাতিয়া তিন পথের মাথা যাওয়ার একমাত্র সড়ক এটি। ইতিমধ্যে ব্রিজটি ভাঙনের কারণে জনসাধারণ চলাচলে অযোগ্য হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, সম্প্রতি পাগলীর ছড়া ব্রিজের ব্যাপক ভাঙনের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। হাজার হাজার জনসাধারণের যাতায়াতে রীতিমত হিমশিম খাচ্ছে। এসএসসি পরীক্ষার্থীরা এই সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ব্রিজ ভাঙনের কারণে এ সড়ক দিয়ে কোন যানবাহন যাতায়াত করতে পারছেনা। স্থানীয়রা বলেছেন, ব্রিজ ভাঙনে স্থানিয় চেয়ারম্যান কিংবা মেম্বার কোন উদ্যোগ নেয়নি। এলাকার বাসিন্দা রফিক জানান, ব্রিজটি আমাদের এলাকার জনগনের চলাচলে খুবই গুরুত্বপূর্ণ। সংস্কারের উদ্যোগ না নিলে বড় ধরণের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। আধুনগর এবং বড়হাতিয়ার লোকজনের বটতলী স্টেশনে যাওয়ার একমাত্র যোগাযোগ মাধ্যম এটি। আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া জানান, ব্রিজটি সংস্কারের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, পাগলীর ছড়া ব্রিজ ইতিমধ্যে তিনি পরিদর্শন করেছেন। শীঘ্রই ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরী ভিত্তিতে উক্ত ব্রিজটি সংস্কারের জন্য জোর দাবী জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close