আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০১৯

প্রবাসীর বাড়িতে ডাকাতি ৩ লাখ টাকার মালামাল লুট

বরগুনার তালতলী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে ডাকাতি শেষে চলে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়ায় দিলে ডাকাত চক্রটি ১ টি মটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে এ ঘটনায় আমতলীতে সন্দেহভাজন ২ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের মনসাতলী গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইসমাইল তালুকদার এর বাড়িতে গত শুক্রবার রাত দেড়টার দিকে ৭-৮ জনের ডাকাতদল হানা দেয়। ডাকাতদল ঘরের পিছনের মাটি খুড়ে ভেতরে প্রবেশ করে প্রবাসী ইসমাইলের স্ত্রীসহ অন্যান্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৩টি ফোন, কানের দুল, গলার চেইনসহ তিন ভরি স্বর্ণালঙ্কার ও বিদেশ থেকে পাঠানো ৪৪ হাজার ৮০০ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের তাদের ধাওয়া দিলে ডাকাতদল একটি মটর সাইকেল ফেলে পালিয়ে যায়। তালতলী থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এএসপি তোফায়েল অহম্মেদ জানান, সকালে আমি ঘটনাস্থান পরিদর্শন করেছি। ঘটনাস্থান থেকে একটি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তথ্য যাচাইবাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close