নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

  ০৪ অক্টোবর, ২০১৮

নাঙ্গলকোটে ফসলি জমি থেকে বালু উত্তোলন

মাদারীপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। গতকাল বুধবার আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এই রায় দেন। এ সময় আরেক আসামিকে খালাস দেন অদালত। সাজাপ্রাপ্ত তুহিন শরীফ জেলা সদর উপজেলার হরিকুমারিয়া গ্রামের সাহেদ আলী শরীফের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর জেলা সদর উপজেলার কলাবাড়ির গাজিরচর এলাকায় তুহিন শরীফ নামে এক ব্যক্তির ব্যাগ থেকে ৩৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করে র‌্যাব। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা করা হয়। মামলায় এক আসামির সম্পৃক্ততা না থাকায় দুইজনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। পরে দীর্ঘ শুনানি শেষ গতকাল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত তুহিন শরীফকে যাবজ্জীবন কারাদন্ডের রায় দেয়। বাকি আসামি শাহাবুদ্দিনকে খালাস দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close