সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২০ আগস্ট, ২০১৮

সিরাজগঞ্জের-কাজিপুর

পরিবহন খরচের নামে ভিজিএফের চাল বিক্রি

সিরাজগঞ্জের কাজিপুরে ঈদুল আজহা উপলক্ষে অতি দরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল ওজনে কম ও কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে।

প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, উপজেলার দুর্গম চরাঞ্চলের ৭নং খাসরাজবাড়ী ইউনিয়নে ঈদুল আজহার আগে ভিজিএফের কার্ডধারীদের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ওই ইউনিয়নের ৬০০ জন হতদরিদ্রদের মাঝে এ চাল বরাদ্দ দেওয়া হয়। গতকাল রোববার কাজিপুর খাদ্য গুদাম থেকে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বরাদ্দকৃত চাল গ্রহণ করেন। পরে তারা ইউনিয়ন পরিষদে চাল না নিয়ে পরিষদ থেকে ১০-১২ কিলোমিটার দূরে মেঘাই বাজারে নেন। এ সময় কার্ডধারীদের মাঝে ২০ কেজির স্থলে ১৮ কেজি করে চাল দেওয়া হয়। পরে নাম প্রকাশ না করার শর্তে একাধিক কার্ডধারী অভিযোগ করে বলেন, প্রায় দুই মেট্রিক টন চাল কালো বাজারে বিক্রি করা হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, বিভিন্ন খরচের জন্য ১ টন চাল বিক্রি করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা এস এম হাবিবুর রহমান এ কাজের দায়িত্বে ছিলেন। একাধিক সূত্রে জানা যায়, পরিষদ থেকে চাল না দেওয়ার কারণে ২০ কেজি চালের জন্য ১২ কিলোমিটার দূরে থেকে চাল নিতে এসে ৫০ টাকা খরচ করতে হয়। একাধিক দরিদ্র মানুষ চাল না পেয়ে ফেরত যায়। চাল না পাওয়া রমজান আলী জানান, ‘কপাল খারাপ তাই ১২-১৩ কি.মি. দূরে চাল নেবার আইসা এক মুরা পকেট খালি আরেক মুরা চরাঞ্চলের গরমে আধা সেদ্ধ হয়া বাড়িত যাইত্যাছি। এর চায়া যদি কামলা বেচলামনে তাও আলু ভর্তা দিয়া এক মুট ভাত খাইবার পাইরলামনে। এহুন আমও গেল ছালাও গেল।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close