হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

  ১৭ মে, ২০১৮

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গরুর গোশত ৫০ টাকা কমেছে

আসন্ন রমজান সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গরুর গোশতের দাম পুনরায় আগের দামে ফিরে এসেছে। সেই সঙ্গে ওজনে কম ও দাম বৃদ্ধি না করার মৌখিক অঙ্গীকার করেছেন গোশত ব্যবসায়ীরা। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী। জানা গেছে, অভিযান পরিচালনার আগে রমজান উপলক্ষে গরুর গোশত (হাড় ছাড়া) ৫৫০ থেকে বেড়ে ৬০০ এবং হাড়সহ ৫০০-৫৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। এমনকি ওজনে কম দেওয়ার অভিযোগ উঠে ব্যবসায়ীদের বিরুদ্ধে। এদিকে ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য (বিস্কুট, চানাচুর) বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দাঁড়িপাল্লা, বাটখারা এবং ২০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। এরপর বাজারের যানজট নিরসনে হকারমুক্ত ফুটপাত ও ফুটপাতে রাখা দোকানের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করে আল্টিমেটাম দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist