কক্সবাজার প্রতিনিধি

  ১৩ মে, ২০১৮

মহেশখালীতে ধরা পড়েছে অজগর

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে একটি অজগর সাপ ধরা পড়েছে। গতকাল শনিবার ভোরে উপজলার ছোট মহেশখালী ইউনিয়েনের গরমছড়ি পাহাড়ি এলাকায় বসবাসকারী নুর মোহাম্মদের বাড়িতে থেকে অজগরটি ধরা পড়ে। পরে বন বিভাগ এই সাপটি উদ্ধার স্থানীয় রেঞ্জে রেখেছে। নুর মোহাম্মদ জানান, তার খামারে মুরগি চেঁচামেচি শোনে সেখানে বাড়ির সবাই ছুটে গিয়ে দেখতে পায় বিশাল একটি অজগর ইতিমধ্যে ৪/৫ টি মুরগি মেরে খেয়ে ফেলেছে। পরে এলাকার কয়েকজন যুবক কৌশলে সাপটি রশি দিয়ে গলায় বেঁধে পেলে। ওই যুবকরা অজগরটি বিক্রি করে দিতে ছোট মহেশখালী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে নিয়ে আসলে খবর পেয়ে বন বিভাগের মহেশখালী গোরকঘাটা রেঞ্জে দায়িত্বরত কয়েকজন বনকর্মী অজগরটি উদ্ধার করেন। বন বিভাগের মহেশখালী গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক প্রতিদিনের সংবাদকে জানান, বন্যপ্রাণী হিসাবে উদ্ধারকৃত অজগরটি দুলাহাজারা সাফারী পার্ক অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতে অবমুক্ত করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist