নোবিপ্রবি প্রতিনিধি

  ১২ মার্চ, ২০১৮

নোবিপ্রবিতে আলোকচিত্রে বঙ্গবন্ধু ও স্বাধীনতা

মাসব্যাপী অগ্নিঝরা মার্চ উদ্যাপনের অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোপ্রিবি) ‘চিত্রে বাংলাদেশ: স্বাধিকার থেকে ডিজিটাল’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গতকাল রোববার নোপ্রিবি মুক্তিযুদ্ধের স্মৃতি ভাষ্কর্যের সম্মুখে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশন এ আয়োজন করে। উদ্বোধন শেষে উপাচার্য সংক্ষিপ্ত বক্তৃতা করেন। বক্তৃতায় তিনি অফিসারদের এ ধরনের গঠনমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রদর্শিত চিত্রে ১৯৪৭ থেকে মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী আজকের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরা হয়েছে। পরে তিনি নোবিপ্রবি গোলচত্ত্বর জুড়ে স্থাপিত আলোকচিত্রের স্লাইডগুলো ঘুরে দেখেন। আলোকচিত্রে ১৩ ক্যাটাগরিতে ৭৬টি স্লাইডের মাধ্যমে স্বাধিকার থেকে ৭১’র মুক্তিযুদ্ধ, ঐতিহাসিক ৭ই মার্চ, ১৯৭২-৭৪ সালের রাজনৈতিক পটভূমি, পঁচাত্তরের ১৫ আগস্ট, ২১ আগস্ট, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন, বঙ্গবন্ধুকে নিয়ে নানা প্রকাশনা, শেখ হাসিনার সরকারের উন্নয়ন কার্যক্রম ও সর্বশেষ রোহিঙ্গা ইস্যু স্থান পায়। পরিদর্শন শেষে তিনি অফিসার্স অ্যাসোসিয়েশনকে প্রদর্শনী আয়োজনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist