শাবিপ্রবি প্রতিনিধি

  ০১ মার্চ, ২০১৮

শাবিপ্রবিতে র‌্যাগিংয়ের দায়ে বহিষ্কার ৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছয়নবীন শিক্ষার্থীকে নগ্ন করে র‌্যাগিং, শারীরিক ও মানসিকভাবে নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে চারজন আজীবনসহ মোট সাতজনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। এছাড়াও আরও ১৬ জনকে বিভিন্ন মেয়াদে আর্থিক জরিমানাসহ সতর্কীকরণ করা হয়েছে। গতকাল বুধবার বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০৭ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বহিষ্কৃতদের মধ্যে আশিক আহমেদ হিমেল ও হামিদুর রহমান রঞ্জনকে আজীবন, মাহমুদুল হাসান ও শরিফুজ্জামানকে দুই বছরের জন্য বহিষ্কার ও ১০ হাজার টাকা জরিমানা, ইস্তিয়াক আহমেদকে এক বছরের জন্য বহিষ্কার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরও ১৪ জনকে তিন থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা এবং দুইজনকে শুধু সতর্কীকরণ করা হয়েছে। শাস্তিপ্রাপ্তদের ২০ জন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একই বর্ষের একজন শিক্ষার্থী রয়েছেন। অন্যদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ফুড টেকনোলজি বিভাগের ২০১৫-১৬ সেশনের আল-আমিন ও সহপাঠীকে ছুরকাঘাতের অভিযোগে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. রাসেল পারভেজকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist