আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি, ২০১৮

খেজুরের রস খেয়ে কিশোরীর মৃত্যু

আদমদীঘিতে খেজুরের রস খেয়ে সাদিয়া সুলতানা (১৩) নামের এক কিশোরীর মৃত্যুর পর এলাকায় নিপাহ ভাইরাসে আতংক তৈরি হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছেন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । এ জন্য ঢাকা মহাখালি থেকে আইইডিসিআর এর দ্ইুটি টিম আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলায় অনুসন্ধান করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল্লাহ দেওয়ান জানান, গত ৩০ জানুয়ারি সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া সুলতানা আদমদীঘির বিনসাড়া গ্রামে তার নানার বাড়ি বেড়াতে এসে খেজুর রস খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে আদমদীঘি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার জ্বর, মাথা ব্যথ্যা, খিচুনি, অজ্ঞান হওয়াসহ শ্বাসকষ্ট দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তার শরীরে নিপাহ ভাইরাস আক্রান্ত হতে পারে আশংকায় বগুড়া শহীদ জিয়াইর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় সাদিয়া সুলতানা মারা যায়। শহীদুল্লাহ আরো জানান, সাদিয়া সুলতানা খেজুর রস খাওয়ায় সে নিপাহ ভাইরাস রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে। এই রোগ সনাক্ত করতে কিছু আলামত সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে। ইতিমধ্যে ঢাকা থেকে আইইডিসিআর এর দ্ইুটি টিম এলাকায় নিপাহ ভাইরাস সনাক্তে কাজ করছেন। আইইডিসিআর এর টিম দুইটি খেজুরের রস না খাওয়া এবং বাদুরের আংশিক খাওয়া ফল না খাওয়ার জন্য সাধারন মানুষদের পরামর্শ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist