সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ২৯ জানুয়ারি, ২০১৮

স্লুইস গেট ছেড়ে দিয়ে মাছ শিকার ক্ষতিগ্রস্ত দুই শতাধিক কৃষক

টাঙ্গাইলের সখীপুরে স্লুইস গেটের পানি ছেড়ে দিয়ে মাছ শিকার করায় ৮শত একর জমির ইরি-বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার কাকরাজান ইউনিয়নের ইন্দারজানী বাজার সংলগ্ন মাদনা নদীতে ইরি-বোরো আবাদ সুষ্ঠুভাবে করার জন্য পানি উন্নয়ন বোর্ড চার বছর আগে একটি সুইচ গেট স্থাপন করে। এ বছর ইরির মৌসুম শুরুর আগেই স্থানীয় ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মান্না তালুকদার, ভাতকুড়া গ্রামের মৃত তাহের আলীর ছেলে মো.আফসার আলী ও সাবেক ইউপি সদস্য রুহুল আমীন, ঈমান আলী, রিপন তালুকদার নেতৃত্বে আরো কয়েক জন রাতের অন্ধকারে সুইচ গেটের পানি ছেড়ে দিয়ে মাছ বিক্রি করেন। এতে ওই গ্রামের প্রায় দুই শতাধিক কৃষকের আসন্ন ইরি-বোরো মৌসুমে আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয় কৃষক ডিএম লুৎফর রহমান বলেন, সুইচ গেট স্থাপন হয়েছে চার বছর। কিন্তু প্রতি বছরই প্রভাবশালী সুইচ গেটের সভাপতি সাবেক মেম্বার রুহুল আমিন, ওয়ার্ড আ.লীগের সভাপতি মান্না তালুকদার ও আফসার আলীসহ অন্যরা মিলে প্রত্যেক মৌসুমের শুরুতেই পানি ছেড়ে দিয়ে মাছ ধরে বিক্রি করে প্রচুর টাকা হাতিয়ে নেন। কিন্তু পানি ছেড়ে দেওয়ায় বিপাকে আছি আমরা নিরীহ কৃষকরা। মৌসুমের শুরুতেই পড়ে যাই পানির সংকটে ।

কৃষক মোশারফ বলেন, গত বছর ইরির সময়ও পানি ছেড়ে দিয়ে ছিলো পানির অভাবে ফলন ভাল হয়নি। এ বছরও একই রকম করলো। আমাদের এ সমস্যা দেখার কি কেউ নাই? কৃষক লাভলু বলেন, যাদের এখানে জমি নাই তারা এখানকার কর্মকর্তা। খাল খননের সভাপতি রুহুল আমীনসহ যারা এ অবৈধ কাজের সঙ্গে জড়িত তাদের সবার কঠিন শাস্তি দাবি করি।

স্থানীয় ইউপি সদস্য আমজাদ বলেন, প্রত্যেক ইরির সময়ে রাতের অন্ধকারে মাছ ধরার উদেশ্যে সুইচ খুলে দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist