নিজস্ব প্রতিবেদক

  ২৩ জুলাই, ২০১৮

রাজধানীর ঝিগাতলায় আবাসিক এলাকায় অবৈধ দোকান

* এলাকাবাসীর পথ চলতে সমস্যা * প্রতিদিন ঘটছে অপ্রীতিকর ঘটনা

রাজধানীর ঝিগাতলায় সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণ করে ব্যবসা করেছেন প্রভাবশালীরা। ঝিগাতলার বাড়ির নম্বর ৪০বি-এর মালিক আইনুল করিম চৌধুরী রাজউকের অনুমোদনের তোয়াক্কা না করে আবাসিক এলাকায় প্রধান সড়কের কিছু অংশসহ সরকারি পরিত্যক্ত জায়গা ও ফুটপাত দখল করে বাণিজ্যিক ভিত্তিতে দোকানপাট নির্মাণ করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। এ জন্য ৩৮ ও ৪১ উত্তর বায়তুঁত তাওয়াব রোড ও আশপাশের এলাকাবাসীর পথচলা ও গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। এলাকাবাসী জানান, আবাসিক এলাকায় দোকান থাকায় ছোট-বড় অপ্রীতিকর ঘটনা হারহামেশা ঘটছে। বখাটেদের আড্ডার জন্য স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে প্রতিদিন। বিষয়টি নিয়ে সামাজিকভাবে অভিযোগ করলেও দোকানের মালিক তাতে কর্ণপাত করেননি। এ অবস্থায় এলাকাবাসী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অঞ্চল-৫-এর পরিচালক বরাবর ১০০ জনের স্বাক্ষরিত অভিযোগ দাখিল করেন। এদিকে এ বিষয়ে এলাকাবসীর পক্ষে মো. সোহরাব উদ্দিন, আবদুস সোবহান তালুকদার, মো. নুরুল হাই খান, মো. শফিকুল মাওলাসহ অনেকে জানান সরকার রাস্তা বানিয়েছে যান চলাচলের জন্য আর ফুটপাত পথচারীদের জন্য, কিন্তু এসব স্বার্থলোভী প্রভাবশালী অবৈধভাবে দখল করে জনগণের দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে। এসব সুবিধাভোগীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেন তারা। এলাকাবাসী জানান, সরকার ২০ ফিট রাস্তা বানিয়েছে জনগণের জন্য; কিন্তু রাস্তার ওপর দোকান বসিয়ে ১০ ফিট রাস্তা দখলে নিয়েছেন দোকান নির্মাণকারীরা। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঝিগাতলা বাইতুস সালাম আবাসিক এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বসবাসকারীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist