reporterঅনলাইন ডেস্ক
  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

বাঁকা চোখে

অদ্ভুত

বার্সেলোনা ও মেসি একই সুতোয় বাঁধা। সেই ১৪ বছর বয়সে কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ার পর সাফল্যের এক একটি সিঁড়ি তৈরি করেছেন নীল-মেরুন জার্সিতে। বারবারই তিনি বলে এসেছেন, বার্সেলোনাতেই নিতে চান অবসর। তা ছাড়া মেসিকে কেনই বা যেতে দিতে চাইবে বার্সেলোনা। তবে আর্জেন্টাইন অধিনায়ক যদি ন্যু ক্যাম্প ছাড়তে চান, তাহলে কিন্তু কিছুই করার থাকবে না ক্লাব কর্তৃপক্ষের। বার্সেলোনার সঙ্গে মেসির চলমান চুক্তিতে সেই ‘অদ্ভুত’ শর্তই দেওয়া আছে। ২০২১ সাল পর্যন্ত থাকা চুক্তি অনুযায়ী, ৩২ বছর পেরিয়ে গেলে যেকোনো মৌসুম শেষে চাইলেই বার্সেলোনা ছেড়ে যেতে পারবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’ ও ‘গোল ডটকম’-এর ফাঁস করা খবরে এর সত্যতাও মিলেছে। বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে নিশ্চিত করেছেন, নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে মেসি চাইলেই বার্সেলোনা ছেড়ে যেতে পারবেন।

২০১৭ সালে মেসির সঙ্গে সর্বশেষ চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা, যেটি শেষ হবে ২০২১ সালে। ওই চুক্তির একটি ধারাতে বলা আছে, বয়স ৩২ পেরিয়ে গেলে যেকোনো মৌসুম শেষে ‘বিনা পয়সায়’ দলবদল করতে পারবেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক যেতে চাইলে আটকানোর কোনো সুযোগ নেই বার্সেলোনার। পিকে বিষয়টি নিশ্চিত করলেও তার বিশ্বাস আশৈশবের ক্লাব ছেড়ে যাবেন না মেসি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close