ক্রীড়া ডেস্ক

  ২৯ মে, ২০১৯

ভালভার্দে গেলে মার্টিনেজ!

সাম্প্রতিক বিপর্যয়ের পর এখনো বার্সেলোনার দায়িত্বে আছেন আর্নেস্তো ভালভার্দে। কোচকে সমর্থন দিচ্ছেন ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তেমেউ এবং বার্সার ড্রেসিংরুম। যদিও শোনা যাচ্ছে, নিজে থেকেই সরে যেতে পারেন ভালভার্দে। তাকে সমর্থনের সঙ্গে সঙ্গে তাই বিকল্পও ভাবছে কাতালানরা।

শেষ পর্যন্ত ভালভার্দে যদি বার্সেলোনার দায়িত্ব থেকে সরে দাঁড়ান, তাহলে তার স্থলাভিষিক্ত হতে পারেন আরেক স্প্যানিশ ও বর্তমান বেলজিয়াম কোচ রবের্তো মার্টিনেজ। স্প্যানিশ রেডিও স্টেশন রেক-১ জানাচ্ছে, মার্টিনেজের সঙ্গে বার্সার রাডারে আছেন তাদেরই সাবেক খেলোয়াড় এবং বর্তমানে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ রোনাল্ড কোম্যান ও আয়াক্স কোচ এরিক টেন হাগ। এর সবকিছুই ঘটতে পারে, কেবল ভালভার্দে সরে গেলে।

ক্লাবের প্রায় সব জায়গা থেকেই সমর্থন পাচ্ছেন ভালভার্দে। বিশেষ করে লিওনেল মেসি কোপা ডেল রে ফাইনালের আগে-পরে কোচকে সমর্থন করার কথা স্পষ্টভাবেই জানিয়েছেন। মেসির সঙ্গে কোচের পাশে আছেন জেরার্ড পিকেও। ফলে ক্লাবের হেভিওয়েটদের কাছ থেকে ভালো সমর্থনই পাচ্ছেন ভালভার্দে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close