মোহাম্মদ নূর আলম গন্ধী

  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

শরৎ এলো

বর্ষা গেল শরৎ এলো

তাই তো নতুন সাজ

মন ছুটে ওই তেপান্তরে

ঘরে রয় না আজ।

মেঘের ভেলা করে খেলা

আকাশেরই মাঝে

অপরূপ লাগে সে রূপ

সন্ধ্যে বিকেল সাঁঝে।

চাঁদ হাসে তারা হাসে

হাসে রে কাশফুল

তারই সঙ্গে হাসছে যে আজ

শান্ত নদীর কূল।

শাপলা হাসে পদ্ম হাসে

হাসে খাল ও বিল

শরৎ এলে প্রকৃতিতে

পাই এমনই মিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close