আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ মার্চ, ২০১৮

চীনের ভাইস প্রেসিডেন্ট হলেন জিনপিংয়ের ‘ডান হাত’ সিশান

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ডান হাত বলে পরিচিত ওয়াং সিশানকে দেশটির ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। গত শনিবার সর্বসম্মতভাবে চীনের পার্লামেন্ট শি জিনপিংকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব দেয়।

এরপর শি এবং ওয়াং শপথ নেন। গত বছরের অক্টোবরে ৬৯ বছর বয়সী ওয়াং কমিউনিস্ট পার্টির কাউন্সিল থেকে সরে দাঁড়ান। কিন্তু পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সাত সদস্যের সঙ্গে তিনি এক টেবিলে আলোচনায় হাজির ছিলেন। এক রাজনৈতিক বিশেষজ্ঞের মতে, ওয়াং শির অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপদেষ্টা।

তিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আসার পর এটি আরো স্পষ্ট হল। শি জিনপিং কঠোর হস্তে চীনা কঠোর কমিউনিস্ট পার্টির দুর্নীতি দমন করতে দলের অন্তত ১৫ লাখ সদস্যকে শাস্তি দিয়েছেন। এসব পদক্ষেপে তার সঙ্গী ছিলেন ওয়াং।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist