reporterঅনলাইন ডেস্ক
  ২৬ এপ্রিল, ২০১৮

ধোনির কাছে হারলো কোহলিরা

ব্যাঙ্গালুরুর দেওয়া ২০৬ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নামা চেন্নাই শুরুতেই ধাক্কা খায়। ওয়াটসনের উইকেট হারানোর পরও স্কোর কিছুটা এগিয়ে নিতে থাকা রায়না যখন ফেরেন চেন্নাইয়ের স্কোরবোর্ড তখন ২ উইকেটে ৫৫। ৬৬ ও ৭৪ রানে আরো দুই উইকেট হারিয়ে কোণঠাসা চেন্নাই ততক্ষণে ম্যাচের মাঝামাঝি, ৯ ওভার শেষে সংগ্রহ এমনটাই।

পঞ্চম উইকেটে ব্যাট করতে নামা ধোনি শুরু করলেন ছক্কা হাঁকিয়ে। তারপর ম্যাচজুড়ে শুধু চেন্নাইয়ের দাপট। রাইডুকে সঙ্গে নিয়ে ব্যাঙ্গালুরুর বোলারদের উপর একরকম তাণ্ডব চালিয়ে ২ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় তুলে নিলো চেন্নাই। যাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন কুল ধোনি।

১৩তম ওভারের পরই ম্যাচের ভাগ্য চেন্নাইয়ের দিকে গড়াতে থাকে। তবে শেষ ওভারে এসে নাটকীয় রূপ নেয়। কারণ, জয়ের জন্য প্রয়োজন ছিলো ১৬ রান। ম্যাচের এই অবস্থায় হয়তো অল্প বিস্তর চাপ ছিলো। কিন্তু কোরি অ্যান্ডারসনের ওভারের প্রথম বলে চার মেরে সেই চাপ অনেকটাই কমালেন ডুয়াইন ব্রাভো।

পরের বলটিকে বানালেন ৬। ব্যাস, জয়ের অকেটাই সামনে এসে দাঁড়াল চেন্নাই। তৃতীয় বলটি সিঙ্গেল নিয়ে ধোনিকে স্ট্রাইক দিলেন ব্রাভো। সুযোগটি হাতছাড়া করেননি। চতুর্থ বলটি ওয়াইড লংঅনের অনেক উপর দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে।

ধোনি ৩৪ বলে খেলে অপরাজিত ছিলেন ৭০ রানে। আর ৫৩ বলে ৮২ রানের দায়িত্বশীল এক ইনিংস থেকে রান আউটের ফাঁদে পড়েন রাইডু। চেন্নাইয়ের চার উইকেটের ২টি নিয়েছেন চাহাল, আর পবন নেগি ও উমেশ যাদব নিয়েছেন ১টি করে।

এর আগে বুধবার চিন্মাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে কুইন্টন ডি ককের ৩৭ বলে ৫৩ এবং ডি ভিলিয়ার্সের ৩০ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংসে ৮ উইকেটে ২০৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। চেন্নাইয়ের হয়ে বল হাতে ডুয়াইন ব্রাভো, ইমরান তাহির ও শারদুল ঠাকুর ২টি করে উইকেট নিয়েছেন। বাকি ২টি রান আউট। ম্যাচ সেরা হয়েছেন ধোনি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধোনি,রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু,চেন্নাই সুপার কিংস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist