জাবি প্রতিনিধি

  ১১ জুন, ২০১৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে

মামলা প্রত্যাহারের দাবি শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা আগামী ৪ জুলাইয়ের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ। রোববার সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন।

তিনি বলেন, ‘আমরা আর আমাদের দাবি নিয়ে প্রশাসনের কাছে যাব না। দাবি আদায় না হলে আমরা ভিন্নভাবে কর্মসূচি চালাবো। অনেক অভিবাবকও তাদের সন্তানদের বিরুদ্ধে অযৌক্তিক মামলায় ক্ষুব্ধ। তারা নিশ্চয় বসে থাকবেন না। তবে আশা করছি প্রশাসনের শুভ বুদ্ধির উদয় হবে এবং শিক্ষার্থীদেরকে ৪ জুলাই আদালতে হাজিরা দিতে যেতে হবে না।’ তিনি আরো বলেন, ‘প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তবে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো উপাচার্য ক্ষমতায় টিকে থাকতে পারেননি।’

এর আগে ৪ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ। রোববার বেলা ১১টার দিকে উপচার্যের কার্যালয়ে উপাচার্যের অনুপস্থিতিতে উপ-উপাচার্যের কাছে এ স্মরকলিপি দেন তারা। পরে সাংবাদিকদের সামনে এ স্মারকলিপি পড়ে শোনান শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের মুখপাত্র দর্শন বিভাগের সহযোগি অধ্যাপক রায়হান রাইন।

স্মারকলিপিতে করা শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ৫ দফা দাবিগুলো হল, আগামী ৪ জুলাইয়ের আগে মামলা প্রত্যাহার, তদন্ত কমিটি পুনর্গঠন, আন্দোলনকারীদের চরিত্রহনন মূলক রটনা বন্ধ করা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলের ঐক্যে সমাধান নিশ্চিত করা, ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহার করা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক মো. শরিফ উদ্দিন, অধ্যাপক শামছুল আলম, অধ্যাপক শামীমা সুলতানা, সহযোগী অধ্যাপক আনিছা পারভীন জলি প্রমুখ।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মামলা,প্রত্যাহার,জাবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist