ঢাবি প্রতিনিধি

  ০৭ নভেম্বর, ২০১৮

ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়া প্রতিনিধি দলের সাক্ষাৎ

রাশিয়ার স্টেট এটোমিক এনার্জি কর্পোরেশন (রোসাটম)’র প্রতিনিধি মিখাইল ব্রোনিকোভের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছে। বুধবার এ প্রতিনিধি দল উপাচার্যের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুস ছাত্তার, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. শফিকুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটির মধ্যে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে শীঘ্রই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা ঐকমত্য প্রকাশ করেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাবি উপাচার্য,রাশিয়া,প্রতিনিধি,সাক্ষাৎ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close