আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
২২ মার্চ, ২০২৩
আত্রাইয়ে নৈশ বিদ্যালয়ের উদ্বোধন

ছবি : প্রতিদিনের সংবাদ।
‘শিক্ষার আলো, ঘরে ঘরে জ্বালো।’ প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে নৈশ বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় উপজেলাধীন সাহেবগঞ্জ বাজারে অ্যাডভোকেট ওমর ফারুক সুমনের সভাপতিত্বে বিদ্যালয়টির উদ্বোধন করা হয়।
সাজেদুর রহমান সেন্টুর সঞ্চালনায় অন্যদের মধ্যে শহিদুল ইসলাম বাবু, মামুনুর রশিদ, জিল্লুর রহমান, প্রভাষক শামসুল আলম, শিক্ষক মিলন কুমার দাস, মেছের আলী, হায়দার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট ওমর ফারুক সুমন বলেন, আমাদের উপজেলায় নৈশ বিদ্যালয়ের যাত্রা শুরু হলো। জেলায় অন্য বিদ্যালয়ের সঙ্গে সমন্বয় রেখে আমরা চলবো। এ সময় সমাজে বৃত্তবানদের সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানিয়ে নিরক্ষর বয়স্ক এবং শ্রমজীবী মানুষকে নিয়মিত বিদ্যালয়ে এসে নিরক্ষরতার অভিশাপ হতে মুক্তি নিতে বলেন তিনি।
পিডিএস/এএমকে
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন