শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

  ১৬ মার্চ, ২০২৩

দুই ভাতিজাসহ ভাগ্নেকে পুড়িয়ে হত্যা

শৈলকুপায় যুবকের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক বিরোধের জের ধরে দুই ভাতিজাসহ ভাগ্নেকে পুড়িয়ে হত্যার দায়ে চাচা ইকবাল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইকবাল হোসেন শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের গোলাম নবীর ছেলে। তবে তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, শৈলকুপার কবিরপুর গ্রামের ইকবালের সঙ্গে তার বাবা গোলাম নবীর টাকা লেনদেন নিয়ে বিরোধ ছিল। এর জেরে ২০১৬ সালের ৩ জানুয়ারি সন্ধ্যায় কার্টুন দেখানোর কথা বলে নিজ ঘরে ভাতিজা সাফিন ও আমিন এবং ভাগ্নে মাহিনকে ডেকে নিয়ে যান ইকবাল। এরপর তাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেন। পরে গ্যাস সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে দেন। এতে ঘটনাস্থলেই সাফিন ও আমিন দগ্ধ হয়ে মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভাগ্নে মাহিনও মারা যায়। এ ঘটনায় সাফিন ও আমিনের বাবা দেলোয়ার বাদী হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১৭ ফেব্রুয়ারি ইকবালকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় একমাত্র আসামি ইকবালকে মৃত্যুদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত ইকবালের ভাই সাইফুল ইসলাম জানান, ছোট ছোট বাচ্চাদের কোনো অপরাধ ছিল না। ওদের বাবার সঙ্গেও তেমন কোনো দ্বন্দ্ব ছিল না। তারপরও তাদের আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আদালত যে রায় দিয়েছেন এ রায়ে আমরা সন্তুষ্ট।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পাবলিক প্রসিকিটর (পিপি) ইসমাইল হোসেন বলেন, আসামি ইকবাল নিষ্পাপ তিনটি শিশুকে নির্মমভাবে হত্যা করেন। হত্যার পর আসামির বিচার দাবিতে শৈলকুপাসহ বিভিন্ন স্থানে মানববন্ধন করেন শিশুদের স্বজনরা। আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট। সমাজে এমন নির্মম ঘটনা যেন আর না ঘটে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পুড়িয়ে হত্যা,শৈলকুপা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close