তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

  ২০ নভেম্বর, ২০২১

কেন্দ্রীয় আ’লীগের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি, বিদ্রোহী প্রার্থীকে সংবর্ধনা!

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে যখন ইউনিয়ন পরিষদের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ঠিক তখনই সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদের বিদ্রোহী প্রার্থীকে সংবর্ধনা দিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

এ নিয়ে দলের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় আ’লীগসহ সহযোগী সংগঠনগুলোকে এ অনুষ্ঠান বর্জন করতে দেখা গেছে। শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পাটকেলঘাটা নিলিমা ইকো পার্কে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামায়াত-বিএনপির সমর্থক ও বহু নাশকতা মামলার আসামিকেও দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- তালা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগ সভাপতি আব্দুর রশিদ, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য মাহফুজা আক্তার রুবী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্বর্ধিত অতিথি ছিলেন- সরুলিয়া ইউপি চেয়ারম্যান আ’লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আব্দুল হাই। তবে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র ও তালা উপজেলা আ’লীগ সভাপতি শেখ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন না।

বিদ্রোহী প্রার্থীর সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে জানতে চাইলে তালা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার বলেন, বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্র এতদিন কেনো ব্যবস্থা নেয়নি। জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের সাথে কথা বলে তার অনুমতি নিয়েই আমি সেখানে গিয়েছিলাম। এজন্য দল যে সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।

জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমার সেখানে যাওয়ার প্রয়োজন ছিল। সামনে নির্বাচন এজন্য ঐ ইউনিয়নে ১৩জন ভোটার রয়েছে। তাদের ভোটও আমার জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ।

জেলা আ’লীগ সভাপতি এ.কে ফজলুল হক বলেন, আমার জানামতে বিদ্রোহীদের বিরুদ্ধে কেন্দ্রের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সেখানে তো জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের যাওয়ার কথা না। আমি এ বিষয়ে কিছুই জানি না।

এদিকে স্থানীয় সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলোর কোনো নেতাকর্মীদেরকে এ সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়নি। তারা মৌখিকভাবে এ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে বলে জানানো হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তালা,সাতক্ষীরা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close