reporterঅনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর, ২০২১

বাবার অটোরিকশায় পিষ্ট হয়ে শিশু সন্তানের মৃত্যু

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে বাবার অটোরিকশায় পিষ্ট হয়ে এনায়েত উল্লাহ (১) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) দু্পুরের দিকে উপজেলার কাশিজুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনায়েত উল্লাহ ওই গ্রামের নাছির উদ্দিনের ছেলে।

জানা গেছে, নাছির উদ্দিন অটোরিকশা বাড়ির পাশে রেখে দুপুরের খাবার খেতে আসেন। এ সময় ছোট্ট শিশুটি তার বাবার অটোরিকশার নিচে খেলা করতে থাকে। খাওয়া শেষে দ্রুত রিকশায় উঠে চালানো শুরু করেন নাছির উদ্দিন। হঠাৎ কান্নার আওয়াজ শুনে অটোরিকশা থামিয়ে দেখেন তার শিশু সন্তান চাকার নিচে পিষ্ট হয়েছে।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরমী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবার অসাবধানতার কারণেই শিশুটি মারা গেছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, এ বিষয়ে থানা পুলিশকে কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অটোরিকশা,সন্তানের মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close