খাগড়াছড়ি প্রতিনিধি

  ১৮ অক্টোবর, ২০২১

পূজামণ্ডপে হামলা, খাগড়াছড়িতে বিক্ষোভ

কুমিল্লা, চাঁদপুর, বাঁশখালী, নোয়াখালী, চৌমুহনী, বান্দরবান, চট্টগ্রাম মহানগর ও ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপে ও হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান ভাঙচুর, লুট, অগ্নিসংযোগ, গণধর্ষণ ও হিন্দু নেতা হত্যার প্রতিবাদে, খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ করেছে ১১ টি সংগঠন।

সোমবার (১৮ অক্টোবর) বিকেল ৪ টায় জেলা শহরের শাপলা চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সনাতন সমাজ কল্যাণ পরিষদ, সনাতন ছাত্র যুব পরিষদ, শ্রীশ্রী লক্ষী নারায়ণ মন্দির, ইসকন খাগড়াছড়ি, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি, জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, সনাতন বিদ্যার্থী সংসদ, সনাতনী পরিবার কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।

বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের খাগড়াছড়ির জেলা সভাপতি তপন কান্তি দের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ির সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, সনাতন ছাত্র যুব পরিষদ সভাপতি স্বপন ভট্টাচার্য, শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেব, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির সভাপতি প্রভাত তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসবে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের বিভিন্ন মন্দিরে নগ্ন হামলা চালিয়েছে। পূজার পর এখনো দেশব্যাপী হিন্দু সম্প্রাদায়ের উপর হামলা চালানো হচ্ছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত দুষ্কৃতিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।

পরে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর সাত দফা দাবি উপস্থাপন করে স্মারকলিপি প্রদান করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খাগড়াছড়ি,পূজামণ্ডপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close