ক্ষেতলাল (জয়পুরহাট)

  ২৫ সেপ্টেম্বর, ২০২০

ক্ষেতলালে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলালে ব্রিজের নিচ থেকে নিখোঁজের দুইদিন পর ভ্যানচালক হোসেন আলীর (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে হারাবতী নদীর ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত ভ্যানচালক জয়পুরহাট সদর উপজেলার কাদোয়া ঢোলপাড়া গ্রামের মৃত আ. জলিলের ছেলে।

নিহতের স্ত্রী ববি খাতুন জানান, বুধবার বিকেল থেকে আমার স্বামী হোসেন আলী ভ্যান নিয়ে প্রতিদিনের ন্যায় বেরিয়ে গেলে সে আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে থানায় ডায়েরি করার প্রস্তুতি নিই। কিন্তু শুক্রবার সকালে হোপ গ্রামের স্থানীয় লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্রিজের নিচে নদীতে অর্ধগলিত হাত পা ও মুখ গামছা দিয়ে বাধা অবস্থায় একটি লাশ ভাসতে দেখে। খবরটি এলাকায় ছড়িয়ে পরলে ঘটনাস্থলে গিয়ে আমার স্বামীর লাশ চিনতে পাই।

পরে এলাকাবাসী ক্ষেতলাল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এবিষয়ে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ নিরেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই করে ভ্যানচালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবিষয়ে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ক্ষেতলাল,নিখোঁজ,লাশ উদ্ধার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close