দ্য ডেইলি স্টার ওটিটি এবং ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস উদ্বোধন
ওটিটি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ২০২২-এর নির্মাতা ও শিল্পীদের সম্মান জানাতে ‘ব্লেন্ডারস চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি এবং ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২২’-এর উদ্বোধন হয়েছে বুধবার (৭ জুন)। ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্ট নির্মাতা ও শিল্পীদের সৃষ্টিশীল ও যুগান্তকারী কাজকে সম্মান জানাতে দ্বিতীয়বারের মতো এ আয়োজন করতে যাচ্ছে ইস্পাহানি টি লিমিটেড এবং দ্য ডেইলি স্টার। সংবাদ সম্মেলনে দ্য ডেইলি স্টারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির, ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় ??কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন। এ বছর ব্লেন্ডারস চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি এবং ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২২-এ ২৮টি বিভাগ থাকবে, যার মধ্যে ১৪টি ফিল্ম/ড্রামা/গল্পের জন্য, ৪টি সংগীতের জন্য, ৪টি সমালোচক পুরস্কার এবং ৬টি বিভাগ থাকছে কন্টেন্ট নির্মাতাদের জন্য। ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নানের মতে, ‘বাংলাদেশি শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও প্রসারে ভূমিকা রাখার ক্ষেত্রে ইস্পাহানির সুদীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশের ওটিটি এবং ডিজিটাল কন্টেন্টের প্রসারে যারা পর্দার সামনে এবং নেপথ্যে কাজ করে যাচ্ছেন, তাদের প্রতিযোগিতামূলক উদ্দীপনার স্বীকৃতি, প্রশংসা ও অনুপ্রাণিত করার প্রচেষ্টা হিসেবেই ইস্পাহানি এবং দ্য ডেইলি স্টারের যৌথ উদ্যোগে ব্লেন্ডারস চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২২ আবারও আয়োজন হতে যাচ্ছে।’ ওমর হান্নান আশা প্রকাশ করেন, এ উদ্যোগ সৃষ্টিশীলতা এবং সংস্কৃতির উন্নয়নকে উৎসাহিত করবে, যা ইতিবাচক এবং উদ্ভাবনী ডিজিটাল কন্টেন্টের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ অ্যাওয়ার্ড শো-টির বিষয়ে দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদীন হাসান বলেন, ‘আমাদের বিনোদনের মাধ্যমগুলোর মাঝে ওটিটি প্ল্যাটফর্ম ক্রমেই একটি অপরিহার্য অংশ হয়ে উঠছে। সংবাদ বিজ্ঞপ্তি।
"