বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিভাগীয় বিপিও সামিট উদযাপিত
দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের জন্য নিবেদিত একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’-এর উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অন্তর্গত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল’-এর সার্বিক সহযোগিতায় মে-জুলাই দেশজুড়ে পালিত হচ্ছে বাংলাদেশের বিপিও শিল্পের সর্ববৃহৎ, শীর্ষ সম্মেলন ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’। গত ২৩-২৪ মে রাজশাহী বিভাগ থেকে যাত্রা শুরু করে ‘বিভাগীয় বিপিও সামিট ২০২৩’। আর তারই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ের বিভাগীয় অনুষ্ঠান গত ৫-৬ জুন অনুষ্ঠিত হয়েছে সিলেটে। গত ৫ জুন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে ‘ক্যারিয়ার ক্যাম্পেইন’-এর মাধ্যমে যাত্রা শুরু করে ‘বিভাগীয় বিপিও সামিট ২০২৩ (সিলেট)’। পরবর্তী ধাপে ৬ জুন তারিখে আয়োজিত হয় পলিসি ডিসকাশন সেশন এবং মূল অনুষ্ঠান। ৬ জুন সকাল ১০টায় সিলেট বিভাগের জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় ফস্টারিং বিপিও ইন্ডাস্ট্রি টু অ্যাচিভ স্মার্ট বাংলাদেশ এক পলিসি ডায়লগ সেশন। এ আয়োজনের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন বাক্কো সহসভাপতি তানভীর ইব্রাহীম। উপস্থিত সব সরকারি প্রতিনিধিরা ও অতিথিদের এ সেশনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘বিপিও শিল্পে কাজ করতে গেলে তথ্যপ্রযুক্তির কারিগরি জ্ঞানের পাশাপাশি আরো বহুমুখী তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন হয়। বাক্কো তাই সবার জন্যই তথ্যপ্রযুক্তি-সম্পর্কিত বিষয় ছাড়াও এর সঙ্গে সম্পর্কিত নানামুখী প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এসইআইপি প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে বাক্কো এরই মধ্যে প্রশিক্ষণ দিয়েছে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে; যারা বিপিও শিল্পক্ষেত্রের বাইরেও নানা দিকে ছড়িয়ে পড়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।
"