বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ২৩ মে, ২০২২

মাঙ্কিপক্স নিয়ে বেনাপোলে সতর্কতা জারি

করোনার মহামারি কাটতে না কাটতেই নতুন করে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে অতি সংক্রামক মাঙ্কিপক্স। এ পর্যন্ত বিশ্বের ১২টি দেশে ছড়িয়ে পড়েছে এ সংক্রামক। নতুন ভাইরাস মাঙ্কিপক্স নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব। এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বেনাপোল বন্দরসহ দেশের প্রতিটি বন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল রবিবার মাঙ্কিপক্সের বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডা. ইউসুফ আলী।

তিনি বলেন, সারা দেশের বন্দরের মতো বেনাপোলকে আমরা সতর্ক থাকতে বলেছি। সন্দেহভাজন কেউ এলে যেন তাকে চিহ্নিত করা যায় এবং অতিদ্রুত যেন তাকে সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডা. ইউসুফ আলী বলেন, মাঙ্কিপক্স নিয়ে আমাদের এত আতঙ্কিত হওয়ার সুযোগ নেই। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর ভাইরাসটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সারা বিশ্ব থেকেই তথ্য-উপাত্ত নিয়ে এবং প্রয়োজন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা অধিদপ্তর নেবেন। যেসব জেলার সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি হয় এবং পাসপোর্টযাত্রী চলাচল আছে সেগুলোতে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close