প্রযুক্তি প্রতিবেদক

  ১৬ মে, ২০১৭

বাজারে এইচপির ‘ওম্যান’ ল্যাপটপ

যারা গেম খেলতে পছন্দ করে, তাদের জন্য ‘ওম্যান বাই এইচপি’ মডেলের একটি নতুন নোটবুক পিসি এনেছে এইচপি ইনকর্পোরেশন। গেমারদের কথা মাথায় রেখে এই ডিভাইসের সক্ষমতা, পোর্টেবিলিটি এবং ব্যতিক্রমী স্টাইলের ডিজাইন করা হয়েছে। বুধবার রাজধানীর একটি হোটেলে নতুন এই নোটবুক পিসি উন্মোচন করেন এইচপির এশিয়া ইমার্জিং কান্ট্রিজের ম্যানেজার (নোটবুক) সামান্তা গোও, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসাইন ভূঁইয়া, এইচপির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সালাউদ্দিন মোহাম্মদ আদেল এবং মার্কেট স্পেশালিস্ট ফাহিমা আফরিন এষা।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ওম্যান বাই এইচপিতে রয়েছে সর্বশেষ প্রযুক্তির এনভিডিয়া জিফোর্স জিটিএস ১০৫০টি এবং সপ্তম প্রজন্মের ইন্টেল কোর আই সেভেনের উন্নত কর্মক্ষমতার স্ট্যানিং গ্রাফিক্স। ডিভাইসটির ১৫.৬ ইঞ্চি তীর্যক ডিসপ্লের রেজ্যুলেশন ১০৮০ পিক্সেল। এর মাধ্যমে খুব মসৃণভাবে গেমের গ্রাফিক্স দেখা সম্ভব। এই গেমিং পিসিতে স্ট্যান্ডার্ড ১২৮ জিবি এসএসডি রয়েছে, যা অন্য সাধারণ হার্ডড্রাইভের চেয়ে দুই-তিন গুণ দ্রুত কাজ করে। চাইলে গ্রাহকরা র?্যাম ৮ জিবি ১ লাখ ১৫ হাজার টাকায় অথবা ১৬ জিবি ডিডিআর৩ এক লাখ ৪০ হাজার টাকায় যেকোনোটি বেছে নিতে পারবে। একই সঙ্গে এর গ্রাফিক্স মেমোরি ২ জিবি অথবা ৪ জিবি জিডিডিআর ৫ বেছে নেওয়ার অপশন রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist