তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ২৬ জানুয়ারি, ২০২২

স্ট্রোকের ঝুঁকি জানাবে স্মার্ট ব্রেসলেট

স্ট্রোকের ঝুঁকি শনাক্তের জন্য চিকিৎসকরা সাধারণত নিয়মিত বিরতি দিয়ে রোগীর রক্তচাপের তথ্য সংগ্রহ করেন। তথ্য পর্যালোচনার পরই কেবল স্ট্রোকের ঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে দৈনন্দিন কাজের চাপে চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত রক্তচাপ মাপা হয়ে ওঠে না। সমস্যার সমাধান দেবে ‘আকতিয়া’ নামের এই স্মার্ট ব্রেসলেট।

সাধারণ ব্রেসলেটের মতো হাতের কবজিতে পড়া গেলেও ‘আকতিয়া’ আসলে রক্তচাপ মাপার যন্ত্র। একাধিক অপটিক্যাল সেন্সরযুক্ত থাকায় যন্ত্রটি নিয়মিত ব্যবহারকারীদের রক্তচাপ মাপতে থাকে। এমনকি ঘুমের সময়ও কাজ করে। ফলে ব্যবহারকারীদের সারা দিনের রক্তচাপের ওঠানামা সম্পর্কে ধারণা পাওয়া যায়। রক্তচাপের তথ্যগুলো নিয়মিত অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের মোবাইল ফোনে পাঠাতে থাকে ব্রেসলেটটি। ফলে ব্যবহারকারীরাও নিজেদের রক্তচাপের ওঠানামা সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে পারেন। এর মধ্যে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ ব্রেসলেটটি ব্যবহারের অনুমতি দিয়েছে। কিনতে গুনতে হবে ১৯৯ পাউন্ড।

ব্রেসলেটটি তৈরি করেছে সুইজারল্যান্ডের ‘আকতিয়া’। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মাইক কিশ জানিয়েছেন, নিয়মিত রক্তচাপ মাপার সুযোগ মেলায় ব্রেসলেটটি চিকিৎসক এবং রোগীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close