তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ০৭ মার্চ, ২০২১

ফেসবুক ইউটিউবে স্বাস্থ্য পরামর্শ

ফেসবুক ও ইউটিউবের সাহায্যে মানুষকে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দিয়ে সাড়া ফেলেছে মেডিটক ডিজিটাল। মেডিটকের প্রতিদিনের লাইভগুলো দেখতে ফেসবুক ও ইউটিউবে যুক্ত হচ্ছে অসংখ্য মানুষ। তারা লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ নিচ্ছেন।

মেডিটক ডিজিটালের প্রতিষ্ঠাতা মো. রিয়াসাত আজিম ইভান ২০১৯ সাল থেকে স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট নিয়ে কাজ করছেন। শুরুর দিকে শুধু ইউটিউবে স্বাস্থ্যবিষয়ক ভিডিও প্রকাশ করাতে অল্প সময়ে ব্যাপক সাড়া পায়। তিনি অনলাইনে ঘরে বসে লাইভের মাধ্যমে সরাসরি চিকিৎসকদের পরামর্শের বিষয়টি নিয়ে কাজ শুরু করেন। প্রতিদিনই কোনো না কোনো বিষয়ে অভিজ্ঞ চিকিৎসককে লাইভে আমন্ত্রণ জানানো হয়। লাইভে দর্শকরা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেন এবং সঙ্গে সঙ্গে উত্তরও পেয়ে যান। ফেসবুক পেজ (যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/গবফরঞধষশউরমরঃধষ) ইউটিউব চ্যানেল (যঃঃঢ়ং://িি.িুড়ঁঃঁনব.পড়স/সবফরঃধষশফরমরঃধষ) মিলে এখন পর্যন্ত প্রায় চার লাখ মানুষ ফলো করছেন। তারা বাংলার পাশাপাশি ইংরেজিতেও স্বাস্থ্যবিষয়ক ভিডিও কনটেন্ট তৈরির করার কাজ করছে। চেষ্টা করছেন ভিন্নমাত্রার কিছু সেবা যুক্ত হতে। ইতোমধ্যে একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ চলছে। সেটা তৈরি হলে আরো সহজে সবার কাছে পৌঁছাতে পারব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close