reporterঅনলাইন ডেস্ক
  ০১ মার্চ, ২০২৪

আমিনুল ইসলাম সেলিম

দীর্ঘায়ু ব্যথা

যাকে চায় দেহমনপ্রাণ-

নিরুপায়-অবিকল্প মেনে,

সে কেন দূরের ভারী মেঘ?

কেন সে অতল জলে অন্তরীণ

জীবনের একমাত্র চাবি?

এই ব্যথা বুকে বেঁধে

বুকের খোঁড়লে কাঁদে

স্মৃতিবাহী পঁচিশ বছর

সময়ের হাওয়া এসে জখম তো মুছে দেয়

কাছিমের আয়ু পায় কোনো কোনো ব্যথা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close