reporterঅনলাইন ডেস্ক
  ০১ মার্চ, ২০২৪

কুশল করিম

প্রতিশ্রুতি

বেলায় বেলায় তোমার কথা মনে পড়ে,

একটু ভুল বলা হলো নাকি?

কিন্তু অনেক গরম ছিল আজ-

মেঘের অবস্থা দেখেছো আজকাল?

কি ছিন্ন-বিচ্ছিন্ন তোমার মনের মতো!

এত অসাধারণ মেঘ আমি দেখছি-

বহুকাল আমার প্রিয় ব-দ্বীপে।

এইখানে জীবন জন্মায়

এইখানে জীবন জন্ম দেয়

এইখানে জীবন হয়ে ওঠে তোমার মনের মতন।

তবু কেন এইখানে মাঠঘাট সবুজ?

আকাশ এখনো নীল!

বনের মধ্যে আরো বেশি লাল সূর্য,

আমাকে কেন বারবার টেনে নিতে চাই বারুদের কাছে।

আমি জানিনা কেন এমন হয়!

নদীর জল হয়ে যায় ঘোলাটে,

পশ্চিম দিগন্তের অস্তরাগের প্রেম-

দিগন্তকে চুম্বনের প্রতিশ্রুতি ভঙ্গ করে,

কেন হঠাৎ নেমে আসে সুগভীর রাত?

সত্যিই জানি না আমি, তুমি হয়তো জানো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close