reporterঅনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

আমিরুল হাছান

ভালোসম্পর্ক না ভালোবাসা

সময় নির্ণয় করে চলাটা এখন ভালো লাগে না

নির্ণয় করলে বিন্যাসের আস্তর অন্তরে বাধা দেয়

পরিবর্তন হতে বলে কোনো কারণে অকারণে

জলপাই গাছে জল খোঁজে আর তেঁতুল কাঁদে

আকাশের মহা-আকাশে খোঁজে বেড়ায় স্বপন

এই কাব্যিকতা থেকে যায় কথায় নোনা জল

নির্ভর ভেঙে আসতে চায় নির্ভরতার খোয়াবে

এই খোয়াবে জীবনের বনে সবুজ অরণ্য হারিয়ে যায়

তাই যেই পথে এখন ভালোবাসার আশায় মানুষ,

সেখানে ভালোবাসা বলতে কিছু নেই

ভালো সম্পর্কের পাহাড় গড়া যায়।

আঁচলের আর্দ্রতায় রাখতে চায় যেই সঙ্গীনী

তার সংগীত এখন নিয়মে অনিয়মের চলাচল

ভালোবাসা যায় না, একটা সময়-

ভালো সম্পর্কটাই ধরে রাখতে হয়।

ভালোবাসা কেবল একবুকে একজন একমনে একজন

পৃথিবীর অবুঝে বুঝ হবে ঘরের সুজন

আমি এখন ভালোবাসা বুঝি না ভালো সম্পর্ক বুঝি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close