reporterঅনলাইন ডেস্ক
  ০২ ডিসেম্বর, ২০২২

সালাহ উদ্দিন মাহমুদ

বাবাকে কখনো কাঁদতে দেখিনি

আমি বাবাকে কখনো কাঁদতে দেখিনি-

তবে তার দীর্ঘশ্বাস কান্নার চেয়েও ভারী,

আমি তার চোখে অজস্র স্বপ্ন দেখেছি;

কিন্তু কখনোই তা পূরণ হতে দেখিনি।

আমাদের ভার বয়ে বয়ে নিচু হয়েছেন,

কত দিন খোলা আকাশটাই দেখেননি;

কাল ঠুকতে ঠুকতে শুধু বিষাদ মেখেছেন-

কখনো তার চোখে-মুখে আহ্লাদ দেখিনি।

বাবাকে কখনো ভোগ করতে দেখিনি,

নিজের উপার্জনটুকু সবার মাঝে ভাগ করে

দিতে দিতে শূন্য হাতে ফিরতে দেখেছি;

বিসর্জনের থালা হাতে অপমান হতে দেখেছি।

আমার বাবাকে কখনো কাঁদতে দেখিনি-

বুকে পাথর বেঁধে সব হজম করতে দেখেছি...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close