reporterঅনলাইন ডেস্ক
  ২৫ নভেম্বর, ২০২২

শিমুল আহসান

লজ্জাহীনের কথকতা

আমি যে তোমার চির অবহেলা

আমি সেই নতমুখ

হাজার বছর কত দূরে, তবু

তোমাতেই খুঁজি সুখ!

মাথা হেট করে হেঁটে চলা আমি

পাইনি তো সম্মান

পেয়েছি তোমার সারাটি জীবন

অবহেলা, অপমান।

হারিয়ে গিয়েছে সেই সব দিন

দেখেছি ও-সোনা মুখ

পান-পাতা যেন, দেখেনি তা কেউ

তাতেই আমার সুখ!

ভালোবাসা মানে কষ্ট শুধুই

রাধা, শিরি-ফরহাদ

পেয়েছিল তারা বেদনা ছাড়াই

প্রণয়ের মধু-স্বাদ?

একবার যদি বলতে আমাকে

ব্যথা দিয়ে কী যে পাও?

এত যে বিনয়, এত করে চাই

তবু না মুখ ফিরাও!

তন্বী-তরুণী, লাস্যময়ীর

হাসিতে মরে যে কত

পথের ভিখারী পড়ে রবো আমি

ঝরা পাতাটির মতো।

জানবে না তুমি কোনোদিন আর

দেখবে না এই মুখ

ভালো থেকো সখি সকাল-দুপুর

নিয়ে জীবনের সুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close