
০৭ অক্টোবর, ২০২২
শারমিন সুলতানা রীনা
নষ্ট হওয়ার কষ্ট

হৃদয়ের কূল ভেঙে গড়িয়ে পড়ে জল
সেখানেও জ্বলে ওঠে আগুন।
কেউ পতঙ্গ হয়ে ঝাঁপ দেয় স্বেচ্ছায়
যতটা ভাঙন সয় তার চেয়ে
ভেঙে খান্ খান্ রমণী
ভাঙনের সাথেই তার প্রেম ও যুদ্ধের খেলা
কতখানি প্রতিবাদী তুমি
একবার দাঁড়াও মুখোমুখি
দেখো কার প্রতিবিম্ব অট্টহাসিতে ফেটে পড়ে
নিষিদ্ধ বাতাসের শরীর
শোধরাতে এসো না কোনো ঋণ অথবা
অনুশোচনায় দগ্ধ হওয়ারও নেই প্রয়োজন
নির্চেবা তাকিয়ে দেখো
মুখ থুবড়ে পড়ে থাকা এই নগরীর
কোনো নারীর নষ্ট হওয়ার কষ্ট।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন