reporterঅনলাইন ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর, ২০২২

আনোয়ার কামাল

হৃদয়ের গহিন লকার

ভালোবাসার কোনো মূল্য হয় না

কেউ কেউ ডিজিটাল ওয়েট মেশিনে

ভালোবাসার মাপ-জোক করে

অর্থের পরিমাণে জীবনের মূল্য খোঁজে

ব্যাংকের খতিয়ানে কত জমেছে

বছরান্তের সুদের লকারে কত কড়ি জমল

এ হিসাব মেলাতে বসে যায়

ল্যাপটপ বা ক্যালকুলেটরে

অনেকে জীবনের অর্থ বলতে বুঝে নেয়

অর্থের হিসাব- সহায় সম্পত্তি গাড়ি-বাড়ি,

ফ্ল্যাট, মাঠান জমি কিংবা-

অভিজাত এলাকায় প্লট

ভালোবাসা উবে যায় কর্পূরের মতো

যদি পকেট গড়ের মাঠ হয়

বন্ধুরা আশা করে কোনো ভূরিভোজের

রঙিন পানীয়, ধূমায়িত কফির পেয়ালা

সেখানেও ভালোবাসা জিইয়ে থাকে অর্থের দাপটে

ভালোবাসাকে অর্থের পাল্লায় তুলো না

হৃদয়ে গহিন লকার খুলে রেখে দিয়ো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close