reporterঅনলাইন ডেস্ক
  ০২ নভেম্বর, ২০১৯

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আমানউল্লাহ

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী শরিফুল আলমের পদত্যাগের পরিপ্রেক্ষিতে বর্তমান ভারপ্রাপ্ত ট্রেজারারকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার তিনি এ দায়িত্ব নেন। বৃহস্পতিবারই অধ্যাপক ড. কাজী শরিফুল আলম ভারপ্রাপ্ত উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন।

২০১৯ সালের মে মাসে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ট্রেজারার অধ্যাপক ড. কাজী শরিফুল আলমের মেয়াদ শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নিয়মিত ট্রেজারার নিয়োগের জন্য তিনজনের একটি প্যানেল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সুপারিশসহ শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। পরবর্তীতে ২০১৯ সালের জুলাইয়ে নিয়মিত উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার আগেই নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সুপারিশসহ উপাচার্য নিয়োগের জন্য তিনজনের একটি প্যানেল শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। নিয়মিত ভাইস চ্যান্সেলরের মেয়াদ শেষ হওয়ায় তৎকালীন ট্রেজারার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কাজী শরিফুল আলমকে সাময়িকভাবে নিয়মিত উপাচার্য নিয়োজিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। অধ্যাপক ড. কাজী শরিফুল আলম ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই ভারপ্রাপ্ত ট্রেজারারের পদ থেকে অব্যাহতি নিয়ে অধ্যাপক ড. মো. আমানউল্লাহর কাছে ট্রেজারের দায়িত্ব হস্তান্তর করেন। কিন্তু রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক উপাচার্য ও ট্রেজারার নিয়োগ প্রক্রিয়াধীন থাকায় এবং ইতোমধ্যে অধ্যাপক ড. কাজী শরিফুল আলম কর্তৃক ভারপ্রাপ্ত উপাচার্যের পদ থেকে পদত্যাগ করায় বর্তমান ভারপ্রাপ্ত ট্রেজারারকে নিয়মিত উপাচার্য যোগদান না করা পর্যন্ত সম্পূর্ণ সাময়িকভাবে দৈনন্দিন রুটিনকাজ চালিয়ে নেওয়ার জন্য ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close