সিলেট প্রতিনিধি

  ২৯ নভেম্বর, ২০১৮

ড. কামালকে ‘ননসেন্স’ বললেন অর্থমন্ত্রী

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবি করায় জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনকে ‘ননসেন্স’ বলে আখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রী বলেন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ করার প্রশ্নই আসে না। এটা অনর্থক কথাবার্তা।

গতকাল বুধবার বেলা সোয়া ২টায় সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনীত ড. এ কে আবদুল মোমেনের মনোনয়নপত্র জমাদানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ খুশির বিষয়। বিএনপি নির্বাচনে অংশ নেওয়াটা তাদের শুভবুদ্ধির প্রকাশ। এ জন্য দলটিকে ধন্যবাদ জানাই।

দুপুরে সিলেটের রিটার্নিং অফিসারের কার্যালয়ে সহোদর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বোন ডা. শাহলা খাতুনকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন আওয়ামী লীগের প্রার্থী ড. মোমেন। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী এমদাদুল হক তার মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close